উদ্যোক্তা নিবন্ধন ফর্ম

অনলাইনে রেজিস্ট্রেশন করলে যেসকল সুবিধা পাওয়া যাবে :
 
১. যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
২. প্রশিক্ষণ শেষে নতুন ও পুরাতন উদ্যোক্তা উভয়কে ব্যাংক ঋণ প্রাপ্তির জন্য সহযোগিতা করা হবে।
৩. উদ্যোক্তার পণ্য বিক্রয় করার জন্য অনলাইন মার্কেটপ্লেস দেয়া হবে।
৪. ট্রেড লাইসেন্স ও TIN করার জন্য সহযোগিতা করা হবে।
৫. পণ্য তৈরির কাঁচামাল সহজলভ্য করতে সহযোগিতা প্রদান করা হবে।
৬. সার্বক্ষণিক উদ্যোক্তা হাব হেল্প ডেস্ক এর মাধ্যমে পরামর্শ প্রদান করা হবে।
৭. প্রতিমাসে বাছাইপূ্র্বক সফল ও সেরা উদ্যোক্তাদের ছবিসহ ওয়েবসাইটের নির্ধারিত স্লটে সম্মানিত করা হবে।
৮.এছাড়াও উদ্যোক্তার নিজস্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি, ডোমেইন, হোস্টিং এর জন্য সহযোগিতা করা হবে। (কারিগরি সহযোগিতায় : হোস্টকিপ)
৯. পাশাপাশি ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর জন্য সহযোগিতা করা হবে।

একজন ‍উদ্যোক্তা সঠিকভাবে উদ্যোক্তা নিবন্ধন ফর্মে তার ব্যাক্তিগত তথ্য ছবিসহ ও প্রাতিষ্ঠানিক তথ্য (যদি থাকে) প্রদান করবেন।

নিবন্ধন লিংক: (কপি করুন) http://reg.entrepreneurhubmym.com/register_new.php

সকল ধরণের নতুন/পুরাতন উদ্যোক্তাগণ উদ্যোক্তা হাব নিবন্ধন করার যোগ্যতা রাখেন।

উদ্যোক্তা হাব এর ফেসবুক পেইজ এ লাইক ও ফলো করে

  • ফেসবুক পেইজ লিংক:  https://web.facebook.com/entrepreneurhubmymensingh

ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকবেন।

অনলাইন চ্যাট সিষ্টেম সুবিধা নিতে পারেন। প্রয়োজনে ই-মেইল করতে পারেন।

  • ই-মেইল : entrepreneurhubmym@gmail. com

জরুরী প্রয়োজনে উদ্যোক্তা হাব এর হট লাইনে যোগাযোগ রাখতে পারেন। 

সরাসরি  উদ্যোক্তা হাব, জেলা প্রশাসকের কার্যালয়ের নীচ তলার ১১১ নং কক্ষ যেকোন ধরণের পরামর্শ পেতে যোগাযোগ করতে পারবেন সবসময়।

Change